নিজস্ব প্রতিবেদক
ওয়ালটন প্লাজা এবং কুইন্স হসপিটাল যশোরের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুইন্স হসপিটাল মিলনায়তনের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করা ও কিস্তি সুরক্ষা কার্ড ধারী গ্রাহকরা কুইন্স হসপিটাল থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্ত হবেন। অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার রিজিওয়ানাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান ও কুইন্স হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হুমায়ূন কবীর কবু। উপস্থিত ছিলেন, কুইন্স হসপিটালের পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, ম্যানেজার বাবু হোসেন, এডমিন হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন, ওয়ালটন প্লাজার রিজিওয়ানাল ক্রেডিট ম্যানেজার কে এম মনজুরুল ইসলাম, ওয়াল্টন প্লাজা গাড়িখানার ম্যানেজার মিজানুর রহমান জোয়ারদার, ওয়ালটন প্লাজা নিউ মার্কেট ম্যানেজার মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, ওয়ালটন প্লাজা আরএন রোড ম্যানেজার কামরুজ্জামান প্রমুখ।