নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সমাবেশ থেকে জড়িতদের আটকের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। বুধবার যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজার সভাপত্বিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, মাহাবুব আলম বাচ্চু, আরএম মঈনুল হক ময়না, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, এম এ গফুর, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল ও সাবেক জিপি সোহেল শামীম।
সভায় বক্তারা বলেন, বাবুল শুধু একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তিনি একজন পাবলিক প্রসিকিউটার (এপিপি) হিসেবে প্রশাসনের প্রতিনিধি। অথচ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, যা উদ্বেগজনক। তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা আইনজীবীদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করতে হবে। অন্যথায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে যশোর পৌরসভা, পৌর স্বেচ্ছাসেবক লীগ ও শংকরপুর বাজারমালিক সমিতি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনব্যাপী কলম বিরতি করেছে যশোর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন পৌরসভার সকল বিভাগ খোলা থাকলেও কর্মকর্তরা কোন কাজ করেননি। ফলে সেবা দিতে আসা পৌরসভার নাগরিকদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।
হামলাকারীদের আটকের দাবিতে যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোর পৌর স্বেচ্ছাসেবক লীগ। শংকরপুর জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন। বক্তব্য রাখেন শ্রমিক লীগনেতা আজিজুল ইসলাম মিন্টু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম ও শাহাজাদা নেওয়াজ। এছাড়া প্রতিবাদ হিসেবে দিনভর শংকরপুর বাজারের সকল দোকান বন্ধ রাখা হয়।
সোমবার রাত আটটার দিকে যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে কাউকে আটক করা যায়নি। তবে অভিযান চলছে। পরিবারের লোকজন এখনো মামলা করতে আসেনি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ২৯ মে রাতে নাজিরশংকরপুর এলাকায় আফজাল নামে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যাকাণ্ডের রেশ ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।