নিজস্ব প্রতিবেদক
ক্রিজে আসাদ ক্রিকেট একাডেমির শেষ উইকেট জুটি। গত লিগে ব্যাট বলে দুর্দান্ত খেলা আসাদ ক্রিকেট একাডেমির হাসানুর ক্যাচ তুলে দেন বোলারের হাতে। তিন উইকেট নিয়ে দারুণ বল করতে থাকা মেহেদি হাসান শিবলি তা মিস করেন। পরের ওভারে বহিরাগত কোটায় খেলা তৌহিদ তারেকের বলে দ্রুত রান নিতে যায় হাসানুর ও অর্ক দাশ। ফিল্ডার বল দেন বোলার তারেকের হাতে। সেই বল ধরতে পারলেই রান আউট নিশ্চিত। এই রান আউট মিসের পরের তিন বলে চার ও ছয় মেরে আসাদের জয় নিশ্চিত করে হাসানুর। এক উইকেটের জয়ে যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপা রেসে থাকলো আসাদ ক্রিকেট একাডেমি। অপরদিকে শিরোপার দৌড় থেকে কিছুটা পিছিয়ে গেল আরএন রোড ক্রীড়া চক্র।
এর আগে দৌড়ে এসে লং অফ থেকে দারুণভাবে বল হাতে জমান ইমন ফারাজি। তবে শেষ পর্যন্ত তা রাখতে পারেননি। এই তিনটিসহ আরও বেশ কয়েকদিন সহজ সুযোগ নষ্ট করে আরএন রোডের দলটি।
সোমবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে এক উইকেটে পরাজিত হয়েছে আর এন রোড ক্রীড়া চক্র।
পিচ ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ম্যাচ মাঠে গড়ায়। ওভার নির্ধারণ করা হয় ৪৭। টস হেরে ব্যাট করতে নেমে আর এন রোড ক্রীড়া চক্র ৩৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করে। পরে ব্যাট করতে নেমে আসাদ ক্রিকেট একাডেমি বৃষ্টির কবলে পড়ে। প্রায় আধা ঘণ্টা সময় খেলা বন্ধ থাকে। পরে মাঠ খেলার উপযোগী হলে তাদের জয়ের জন্য ৪০ ওভারে নির্ধারণ করা হয় ৯৯ রান। তারা ৩০ ওভার তিন বলে সে রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।
আর এন রোডের ব্যাটিং ইনিংসে মিকাইল ১৬ বলে দু’টি চারে ১২, তাওহীদ তারেক ৭১ বলে তিনটি চার ও একটি ছয়ে অপরাজিত ৩৩, শেখ আকাশ ৩৩ বলে একটি চারে ১২ ও নিলয় রায় ১৮ বলে দু’টি ছয়ে ১৯ রান করেন।
বল হাতে আসাদ ক্রিকেট একাডেমির মিরাজুল ইসলাম মুন ২১ ও উজান ভদ্র নয় রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন নওশাদ ইকবাল ও শামীম শরীফ।
আসাদ ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে শামীম শরীফ ৪১ বলে চারটি চারে ২৬, উজান ভদ্র ৩২ বলে একটি চারে ১৪, হামিদুল হক ২৩ বলে দু’টি চারে ১৪ ও হাসানুর রহমান ২০ বলে একটি চার ও ছয়ে অপরাজিত ১৭ রান করেন।
বল হাতে আর এন রোডের শিবলী ২৩ ও তাওহীদ তারেক ৩২ রানে তিনটি করে এছাড়া একটি করে উইকেট দখল করেন রাহুল ও সৌরভ।
