নিজস্ব প্রতিবেদক: খড়কাটা মেশিনে ডান হাত হারিয়েছেন কামরুল ইসলাম (৩৩) নামে এক যুবক। তিনি যশোর সদরের নুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গতকাল নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহত কামরুল ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে খড়কাটা মেশিনে গরুর জন্য বিচালি কাটার সময় অসাবধনতাবশত মেশিনে ডান হাত ঢুকে যায়। অনেক চেষ্টা করেও হাত বের করতে না পারলে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং মেশিনের সুইচ অফ করে দেয়। ততক্ষণে তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, সকালে নুরপুর গ্রাম থেকে কামরুল নামে একজনকে নিয়ে আসে। খড়কাটা মেশিনে তার ডান হাত ক্ষত-বিক্ষত হয়ে যাওয়ায় তা কেটে ফেলা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
আহতের বড় ভাই আক্তার হোসেন বলেন, কামরুল অবিবাহিত, বিয়ের কথাবার্তা চলছিলো এমন ভালো খবরের মধ্যে একটা বড় বিপদ পরিবারজুড়ে বিষাদ ভর করেছে। কামরুল পাঁচটা গরু পালন ও কৃষিকাজ করে অতি সাধারণভাবে জীবনযাপন করতেন বলে জানান তিনি।