ঝাঁপা প্রতিনিধি
ওয়েবসাইটে গেম খেলে হাজার হাজার টাকা আয়ের লোভনীয় অফার দেখে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞপিন দিচ্ছে প্রতারক চক্র। এই ফাঁদে পড়ে হাজার হাজার টাকা খোয়াচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার উঠতি বয়সী যুবকেরা।
ফেসবুকে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে গেম খেলার ধামাকা অফার দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে প্রতারক চক্র। তারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে বলছে। তারপর নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, বিকাশ, নগদ, রকেট একাউন্ট নাম্বার দিয়ে রেজিস্টেশনের পর ডিপোজিটের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। এই ডিপোজিটে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু। ৫০ টাকা ডিপোজিট করলে, দেখাচ্ছে মিনিমাম ১০০ টাকা দিতে হবে। এইভাবে একের পর এক ডিপোজিটের নামে বেকার যুবক অথবা উঠতি বয়সীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
এই প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করছে। তার মধ্যে একটি হচ্ছে রিহঃশ২০.পড়স। এতে চরম ভাবে ফতুর হচ্ছে যুবকেরা। আর লাভবান হচ্ছে প্রতারক চক্র। বিয়ষটির দিকে নজর দেয়ার জন্য প্রশাসনের দৃৃষ্টি আকর্ষণ করেছে সচেতনরা।
আরও পড়ুন: বুধবার এইচএসসির ফল প্রকাশ