যশোর ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। ইতো মধ্যে দলবদল সম্পন্ন হয়েছে। ১২টি দল নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল।
এছাড়া দলে বহিরাগত ক্রিকেটার নেয়ার সুযোগ রাখা হয়েছে। কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে মাঠে। তবে তার আগে কে কেমন দল গড়লো তা জানার চেষ্টা করেছেন দৈনিক কল্যাণের ক্রীড়া প্রতিবেদক এম এ রাজা। ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ দিনে থাকছে ঝিকরগাছার জাগরণী সংসদ।
ক্রিকেট খেলার কথা উঠলে সমগ্র যশোর জেলার মধ্যে সবার আগে চলে আসবে জাগরণী সংসদের নাম। কেননা যশোর ক্রিকেট লিগে দাপটের সাথে খেলে ঝিকরাগাছার কপোতাক্ষ নদের পাশে অবস্থিত ক্লাবটি। ২০০৮-০৯ মৌসুমে যশোর লিগে চ্যাম্পিয়ন হওয়া এখন পর্যন্ত স্মরণীয় সাফল্য। ওই বছরেই জাতীয় ক্লাব কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খুলনা বিভাগের রানার্সআপ হয় ক্লাবটি। যশোর লিগে একবার চ্যাম্পিয়ন হলেও একাধিকবার রানার্সআপ হয়েছে। সর্বশেষ লিগেও সুপার ফোরে খেলা দলটি এবার চ্যাম্পিয়ন দৌড়ে থাকতে চায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল ক্লাব বলে পরিচিত পাওয়া দলটি।
তবে এবার দল ছেড়ে গেছে সর্বশেষ আসরে একাই বেশ কয়েকটি ম্যাচ জেতানো ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার হাসানুর রহমান। দলে নেই যশোর জেলা দলের অভিজ্ঞ অলরাউন্ডার শুকান্ত বিশ^াস, শামীম শরীফসহ সর্বশেষ আসরে খেলা অধিকাংশ ক্রিকেটার। সর্বশেষ আসরে সুপার ফোরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল খেললেও এবার তার সার্ভিস পাবে না দলটি।
তবে এরা না খেললেও ক্লাবে প্রাকটিশ করা প্রতিভাবান খেলোয়াড়দের দলে নেয়া হয়েছে। নতুন খেলোয়াড়দের মধ্যে ৭-৮ জন যশোরের শীর্ষ লিগে খেলার কোন অভিজ্ঞতা নেই। এদের মধ্যে আবার চারজন যশোরের কোন লিগই খেলেনি। এইসব আনকোরা ‘ঘরের ছেলে’দের নিয়ে চ্যাম্পিয়ন রেসে থাকার আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সহ-সভাপতি রাশেদুল ইসলাম হিরু।
চলতি মৌসুমে দলটির অধিনায়কত্ব করবেন জাগরণী সংসদের ঘরের ছেলে বলে পরিচিত সর্বশেষ লিগের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার অমিত কুমার নয়ন। যদিও ঢাকা প্রথম বিভাগের খেলা নয়নকে প্রথম দিকে নাও পেতে পারে দলটি। নয়নের সাথে দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন যশোর লিগের আর এক পরিচিত মুখ অফ স্পিনার রাজু কুমার বিশ^াস। এই দুজনের সাথে স্পিন বিভাগে দেখা যাবে লেগ স্পিনার সৈয়দ মঈন আহমেদ।
দলের টপ অর্ডার দেখা যাবে মাহামুদুল হাসান রনি, সৈয়দ আহমাদ শাকির, মাসুদ বিল্লাহ, হৃদয় ঘোষ ও শিহাবুজ্জামান ও সাকিব হাসান মাহাফুজকে। অলরাউন্ডার আছেন মারুফ হোসেন, পেস বোলিং অলরাউন্ডার মিঠুন সরদার, দেবাশীষ বিশ^াস দেবা। ।
দলটির পেস বিভাগ সামলাবেন আল গালিব। গালিবের সাথে থাকবেন মিঠুন সরদার।
জাগরনী সংসদের রাশেদুল ইসলাম হিরু বলেন, এবার আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই নতুন। অনেকের যশোর লিগে খেলার অভিজ্ঞতা নেই। তবে এরা প্রতিভাবান তাই প্রথম কয়েকম্যাচ দেখতে হবে কেমন করে। যদি প্রথম দুই-এক ম্যাচে জয় পায় তাহলে বহিরাগত খেলোয়াড় নিয়ে এসে চ্যাম্পিয়ন রেসে থাকার চেষ্টা করবো।
দলের খেলোয়াড়রা হলেন : মারুফ হোসেন, মাসুদ বিল্লাহ, সৈয়দ মঈন আহমেদ, আল গালিব, মিঠুন সরদার, দেবাশীষ বিশ্বাস, সাকিব হাসান মাহাফুজ, হৃদয় ঘোষ, শিহাবুজ্জামান, রাজু কুমার বিশ্বাস, অমিত কুমার নয়ন, ফাহিম হাসান আপন, নাইমুল হাসান, সৈয়দ আহমাদ শাকির, মাহামুদুল হাসান রনি।