নিজস্ব প্রতিবেদক
হোটেল বর্ডার স্বামী-স্ত্রীর কাছে চাঁদা দাবি করে হত্যার উদ্দেশ্যে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে যশোর শহরের রেলস্টেশনের শাহানাজ হোটেলের ম্যানেজারসহ দুই জনকে কোতোয়ালি পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে শাহানাজ হোটেলের ম্যানেজার মণিরামপুর উপজেলার গাবখালি গ্রামের সেকেন্ডার শেখের ছেলে আলমগীর শেখ (৪৫) ও একই হোটেলের কর্মচারি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারিয়ার গ্রামের মৃত সাইদুল শেখের ছেলে মাহফুজ (৩৫)। রাজশাহী জেলার চারঘাট থানার মৃত মোকছেদ আলীর ছেলে আবু সাদ্দাক (৪৫) বৃহস্পতিবার মামলা করলে পুলিশ দুইজনকে আটক করে।
মামলায় আবু সাদ্দাক বলেছেন, তিনি ও তার স্ত্রী মায়া আক্তার চিকিৎসা শেষে ভারত থেকে ফিরে ৮ মার্চ রাতে রাজশাহী যাওয়ার জন্য যশোর রেলস্টেশনে আসে। ট্রেনের টিকিট না পেয়ে রাতে অবস্থান করার জন্য ৯ টায় শাহানাজ হোটেলে যান। তার কাছে ১ হাজার টাকা রুম ভাড়া চাওয়া হয়। ভাড়া দিয়ে রুমে যেয়ে দেখেন অবস্থা খারাপ। রুম পছন্দ না হওয়ায় টাকা ফেরত চায়। ম্যানেজার আলমগীর বলে আপনি মেয়ে মানুষ নিয়ে আসছেন, এই বাবদ চাঁদা হিসেবে আরো ৩ হাজার টাকা দিতে হবে। আলমগীর ও মাহফুজ কাবিননামা দেখতে চায়। কাছে কাবিননামা না থাকায় পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখায়। ম্যানেজার আলমগীর ও মাহফুজ তাদের নিয়ে বাজে মন্তব্য করে আগের মতো চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় মারপিট করে। শ্বাসরোধ করার চেষ্টা করে। এ ঘটনায় মোবাইলে থানায় ফোন করলে পুলিশ এসে তাদের দুইজনকে আটক করে।
একটি সূত্র জানিয়েছে, রেলস্টেশন এলাকার আবাসিক হোটেল শাহানাজে নানা ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকা- হয়ে থাকে। যৌনকর্মীদের নিয়ে গিয়ে ব্যবসা এবং মাদক সেবনের নিরাপদ আশ্রয়স্থল এই হোটেলটি। এর আগেও এই হোটেল থেকে মাদক ও অস্ত্রসহ অপরাধী আটক হয়েছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ এই কাজ থেকে বিরত থাকেনি।
