নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
দাবিকৃত চাঁদা না পেয়ে শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামের আব্দুল জলিল মোল্যা নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার রাত ৮টার দিকে স্থানীয় লাঙ্গলবাঁধ বাজারে এ ঘটনা ঘটে বলে আহতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত আব্দুল জলিল মোল্যা ওই গ্রামের মৃত জহর মোল্যার ছেলে। তিনি ওই বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আব্দুল জলিল মোল্যার স্বজনরা জানান, বিএনপির কিছু নেতাকর্মী গত কয়েক মাস ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা তাকে তাদেও দলে (বিএনপিতে) যোগ দিতেও চাপ দিয়ে আসছিল। চাঁদা দিতে ও দলে ভিড়তে অস্বীকার ও বিলম্ব করার কারণে তারা তাকে হুমকিও দিচ্ছিল। তিনি বুধবার রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লাঙ্গলবাঁধ সাঁকোর কাছে পৌঁছালে ওই গ্রামের বিএনপি নেতা হারুন, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল, শাহীন ও মন্নুসহ ১২-১৩ জনের একদল বিএনপি নেতাকর্মী তার ওপর চড়াও হয়ে এলাপাথাড়ি কুপিয়ে তার পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। খবর পেয় আহতের স্বজনরা তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার সকালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংবাদকর্মীদের কাছে আব্দুল জলিল মোল্যা জানান, হামলাকারীরা সবাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারি মোল্যার ছেলে এবং বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবুল মোল্যার সমর্থক। তারা তাকে বিএনপিতে যোগ দেয়ার জন্য এবং মোটা অংকের চাঁদা দেবার জন্য চাপ দিচ্ছিল।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, আব্দুল জলিল মোল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।