চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: যশোর সদরের চুড়ামনকাটি বাজারের অদূরে চৌগাছা সড়কের রেল লাইনের পাশে সোমবার সকালে শপিং ব্যাগে রাখা জীবিত একদিনের একটি কন্যা সন্তান পাওয়া গেছে। পরে পুলিশ স্থানীয় ওয়ার্ড মেম্বর ও একজন মহিলার সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছে বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন।
চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামের এক মহিলা সকালে শিশুটিকে দেখতে পান। তিনি দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ির পুলিশ ইউপি মেম্বর মাহবুব হাসান রানুর সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
অঞ্জলী বলেন, তিনিই শিশুটির লালন পালন করতে চান। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন ফরহাদ বলেন বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছে। এখনো শিশুটির পরিচয় জানা যায়নি।