নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা মাছ বাজার থেকে র্যাবের আভিযানে হত্যা প্রচেষ্টা মামলার আসামি মফিজুর রহমান ওরফে কালা মোফাকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে যশেরের র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌগাছা কাচা বাজার থেকে তাকে আটক করে। আটক মফিজুর রহমান (কালা মোফা) চৌগাছা উপজেলার পিতম্বপুর গ্রামের বাসিন্দা। আসামীকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।