নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে বসতবাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা ও প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ও দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে ও ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটেছে। মৃত পুলিশ কর্মকর্তার নাম হারাধন কুন্ডু (৬৪)। তিনি ভবানীপুর গ্রামের তারাপদ কুন্ডুর ছেলে। আর শিশু ফারহান চন্ডিপুর গ্রামের জিয়াউর শেখের ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ পৃথক দুই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানিয়েছেন, হারাধন কুন্ডু ২০১৬ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন। তার প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন হারাধন। তিনমাস আগে তার দ্বিতীয় স্ত্রীও মারা গেছেন। দুই মেয়ের বিয়ে হওয়ায় বাড়িতে একা থাকতেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।
হারাধন কুন্ডুর বড় মেয়ে মাধুরী কুন্ডু বলেন, বাবা বাড়ির তিনতলা ছাদের একটি কক্ষে থাকতেন। এক বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কয়েক দিন আগে আমি বেড়াতে এসেছি। আমি বাবাকে দেখাভাল করছিলাম। অসুস্থ হওয়ার পর থেকে বাবা ভোরে বাড়ির খোলা ছাদে হাঁটাহাটি করতেন।
মাধুরী বলেন, শুক্রবার দিবাগত রাতে বাবার অসুখ বেড়ে যায়। অনেক রাত পর্যন্ত আমরা জেগে ছিলাম। রাত ৪টার দিকে বাবাকে শুইয়ে আমরা ঘুমাতে যাই। পরে সকালে আশপাশের লোকজনের চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। বিছানা থেকে উঠে এসে দেখি বাবা নিচে মৃত অবস্থায় পড়ে আছেন।
মাধুরী কুন্ডু আরো বলেন, আমার ধারণা বাবা ভোরে উঠে ছাদে হাঁটাহাটি করছিলেন। এক পর্যায়ে তিনি পা ফসকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। এতেই বাবা ঘটনাস্থলে মারা গেছেন।
এদিকে চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, জিয়াউর শেখ পেশায় ভ্যান চালক। সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তার স্ত্রী নাছিমা খাতুন বাড়িতে গোয়াল ঘরের পিছনে কাজ করছিলেন। এই ফাঁকে ফারহান গোয়াল ঘরের সামনে রাখা প্লাস্টিকের ড্রামে খৈল ভিজানো পানিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা নাছিমা বেগম এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। আর চন্ডিপুর গ্রামে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
