নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতি-১ ভবনের সভাকক্ষে এ সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি বলেন, এই সম্মেলনের মাধ্যমে আগামীতে যারা নেতৃত্বে আসছেন অবশ্যই তারা মানুষের কল্যাণে কাজ করবেন সর্বক্ষণ। গরীব মানুষের পাশে সাহায্য সহযোগিতায় হাত বারিয়ে দিবেন। আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে এই সংগঠনের নেতৃবৃন্দকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবে, তার পক্ষে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অসিম চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম-মহাসচিব অখিল মন্ডল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অনুপম দাস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম-মহাসচিব রঞ্জিত দাস। বিশেষ বক্তা ছিলেন জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি অপু বসু, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি স্বর্গ পাল, সাধারণ সম্পাদক সজল দাস।
এদিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখার সভাপতি হয়েছেন, হারান দেব নাথ, নির্বাহী সভাপতি মৃত্যুঞ্জয় অধিকারী, সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী। অন্যদিকে, প্রধান উপদেষ্টা প্রফেসর বিপ্লব কুমার ধর, উপদেষ্টা বলয় অধীকারী, সমন্বয়কারী রণজিৎ দাস নির্বাচিত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট যশোর জেলা শাখার মহিলা সভানেত্রী দেবী লতা মন্ডল, প্রধান সমন্বয়কারী বিথী রানী, সম্পাদক নমিতা বানী নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছরের জন্য এই সংক্ষিপ্ত কমিটি অনুমোদিত হয়েছে এবং এ কমিটিকে আগামী ২৯ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।