জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা মনোয়ারা ওরফে মনু (৫০) চার সহযোগীসহ বুধবার সকালে আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফিউদ্দিনের স্ত্রী মনোয়ারা ওরফে মনু মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ৫/৬ টি মাদকের মামলা রয়েছে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মনুর বাড়িতে অভিযান চালিয়ে তার চার সহযোগী ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অন্য আটককৃতরা হচ্ছে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৪), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর বাজারপাড়ার ফারুক হোসেন (২৫) ও ইকরামুল হক (২৯), এবং গাবতলা পাড়ার আব্দুর নুর ওরফে সুইট (২৮)।