নিজস্ব প্রতিবেদক
যশোর জেসিআই’র (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও গাংচিল গ্রুপের প্রধান নির্বাহী তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিতব্য জেসিআই’র আন্তর্জাতিক কংগ্রেস-২০২৩ এ যোগ দেবার জন্য গেছেন। মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটযোগে তিনি ঢাকা ত্যাগ করেন।
আগামী ১৪-১৮ নভেম্বর সারা বিশ্বের ১১০টিরও বেশি দেশ থেকে ৩ হাজার ৫০০ তরুণ ব্যবসায়ী এই সম্মেলনে উপস্থিত হয়ে ব্যবসা-বাণিজ্যের টেকসই উন্নয়ন আধুনিকীকরণ ও গ্রিণ এনার্জি বিষয় তাদের বক্তব্য উপস্থাপন ও মতবিনিময় করবেন।
জেসিআই’র আন্তর্জাতিক কংগ্রেসে যোগদানের পাশাপাশি ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। তিনি আগামী ২০ তারিখ বাংলাদেশে ফিরে আসবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
