নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
মধুমাস উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছার সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসে দেশিয় ফলের উৎসব করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কথা সাহিত্যিক মাসুমা মিমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হক। এসময়ে বক্তব্য দেন শিক্ষক রুমানা শারমিন, পারভিন আক্তার, রওশনারা শিখা, আবদুল্লাহ আল মামুন, সবুজ আকতার প্রমুখ। অধ্যক্ষ মাসুমা মিম বলেন, শিশুদেরকে দেশিয় ফল চেনানো এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবের ২১ প্রকার দেশিয় ফলের প্রদর্শন করা হয়।
