নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছার গদখালী বাজারে অবস্থিত গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এলাকাবাসী জানান, ছাত্রলীগ নেতা শাহারিয়ার নিলয় সোহাগের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল শনিবার বিকেল ৩ টার দিকে তবিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এম আর ট্রেডার্সে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। ছেলেকে না পেয়ে দোকানে পিতা তবিবরকে গালিগালাজ করে এবং দোকানের মালামাল নষ্ট করে। পরে ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নিলয় সোহাগ তার পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দিয়ে দলবল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
তবিবর রহমান তবি বলেন, আমার ছেলে হৃদয়ের সাথে সোহাগের চাচাতো ভাই অভির সাথে একদিন গন্ডগোল হয়েছিল। তারই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীরা চলে গেলে আমি ৯৯৯ এ ফোন করলে ঝিকরগাছা থানা থেকে পুলিশ এসে সিসিটিভির ফুটেজসহ ঘটনাস্থলে তদন্ত করে গেছেন।
পাশের দোকানদার মাসুদুর রহমান জানান, সন্ত্রাসী সোহাগ পিস্তল বের করে তবিয়তে চাচাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। উল্লেখিত ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তবিবর রহমান তবি ঝিকরগাছা থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, পানিসারা গ্রামের পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার নিলয় সোহাগ (২৬), তার সহযোগী সোহান (২২), মহিদুল (৩২) ও জলিল (৩০)। এছাড়া ৬/৭ জনকে অজ্ঞাত পরিচয় রয়েছে।
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু বলেন, শাহরিয়ার নিলয় সোহাগকে ছাত্রলীগের সকল পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। সে এখন ছাত্রলীগের কেউ না।
শনিবার রাতে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, বাদীর অভিযোগটি কোর্টের মাধ্যমে আমরা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছি। পিস্তল উদ্ধারসহ আসামীদের আটকের ব্যাপারে আমরা টেকনোলজি ব্যাবহার করছি। অচিরেই তারা ধরা পড়বে।