নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে রাতের আঁধারে ঝিনাইদহ সদর উপজেলার এক কৃষকের ৬শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে দামুকদিয়া গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।
করিমপুর পার্শবর্তী গ্রামের ওই ক্ষতিগস্ত কৃষক বসির লস্কর জানান, গ্রামের মাঠের নিজের ২ বিঘা জমিতে ৬শ কলাগাছ লাগিয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই কলা বিক্রি শুরু করতেন তিনি। শনিবার রাতে কে বা কারা তার জমির সকল ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। সকালে মাঠে এসে তিনি জমির সকল কলাগাছ কাটা দেখতে পান। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওই কৃষকের মতে, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন। তার কষ্টের ফসলের সাথে যারা শত্রুতা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।