কল্যাণ ডেস্ক
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সিংগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (৩০)। তিনি কলারোয়ার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। রাঙ্গামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কমর্রত ছিলেন তিনি।
কলারোয়া থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, ইমরান হোসেন মোটরসাইকেলে করে যাওয়ার সময় সিংগা এলাকায় পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই নিহত হন তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় শুটার গানসহ একজন আটক
১ Comment
Pingback: কলারোয়ায় পা পিছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু