কল্যাণ ডেস্ক
অসহনীয় গরমে চরম ভোগান্তিতে দেশের মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের বিস্তার বেড়ে গেছে আরও ১৩ জেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১১ জুন) দেশের ৪৯টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৬।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বর্তমানে নীলফামারীতে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর বিভাগের অবশিষ্ট অংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
পরবর্তী দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস
১৩ জুন (শুক্রবার): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
১৪ জুন (শনিবার): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৫ জুন (রোববার): একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং দেশের সার্বিক তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে।