তালা প্রতিনিধি: তালা থানা পুলিশ শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক গোলাম ফারুককে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা রয়েছে।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রয়েছে। এই মামলায় তিনি গত কয়েকদিন পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত অফিসার এসআই কাওছার অভিযান চালিয়ে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তাকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।