নিজস্ব প্রতিবেদক
তিতুমীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে অশোকনগর এবং তৃণমূলের বর্ষিয়ান নেতা স্বরূপনগরের ভূমিপুত্র নারায়ণ গোস্বামীকে (এমএলএ) সংবর্ধনা দেওয়া হয়েছে। তার হাতে মানপত্র ও নারায়ণ গোস্বামীর ছবি সম্বলিত ট্রফি হাতে তুলে দেন ক্লাবের সভাপতি কামরুজ জামান মোল্লা।
তিতুমীর ফ্যান ক্লাব উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের নির্মাণ গ্রামে অবস্থিত। এই ক্লাব ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে দত্তপাড়াতে অনুষ্ঠিত বিরাট ক্রিকেট টুর্নামেন্ট রানার্স আপ হয়। এছাড়া গত জানুয়ারি মাসে এই ক্লাব বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং দেশটির যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলাকে সংবর্ধনা দেয়।
তিতুমীর ক্লাব মূলত ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী বীর তিতুমীর এর আদর্শে প্রতিষ্ঠিত। এই ক্লাব এর নামকরণ প্রখ্যাত সেই তিতুমীর অর্থাৎ মীর নিচ্ছারালি মোল্লা এর নামে। মীর নেছার আলী ১৭৮২ সালে ২৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনাতে জন্ম গ্রহণ করেন। ১৮৩১ সালের ১৯ নভেম্বর ৪৯ বছর বয়সে বাঁশের কেল্লায় অর্থাৎ নারকেলবেড়িয়াতে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় শহীদ হন।
তিতুমীর ফ্যান ক্লাব এর মূল লক্ষ্য বিখ্যাত এবং গুণী জনদের সংবর্ধনা দেওয়াসহ বছরে একবার ব্লাড ডোনেশন ক্যাম্প, ঈদ উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়া এলাকার সামাজিক উন্নয়ন সাধন করা। এই ক্লাবের নিজস্ব জায়গা আছে এবং ভবিষ্যত এ ক্লাবের নিজস্ব লাইব্রেরি করার পরিকল্পনা আছে।
