নিজস্ব প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ দুটি চোরাই ইজিবাইক ও একটি প্রাইভেটকারসহ চোর ও ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। পালিয়ে গেছে আরো ৪জন। গ্রেফতারকৃতরা হলেন সদরের কাজিপুর ক্লাব মোড়ের মনির হোসেন (৩৫), তুলা গোলদার পাড়া আশ্রয়ন প্রকল্পের জনি হোসেন (২৪), একই এলাকার রিজাউল গাজি (৪৫) ও শহরতলীর মুড়লি খাঁ পাড়ার শাহ পরান ওরফে পাখি। পলাতকরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জয়নগর গ্রামের বর্তমানে রামনগর ধোপাপাড়ার শশুর শাকের বাড়ির জামিরের ছেলে বাবুল হোসেন (৩৫), একই এলাকার ইমান আলীর ছেলে রায়হান (২৫), শাকের আলীর ছেলে ইউসুফ (২০) ও সোহাগ (৩৮)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, শহরের বেজপাড়ার আব্দুল্লাহ আল মামুনের একটি ইজিবাইক ৭ মার্চ ভাড়ায় চালাতে নিয়ে আসামি মনির হোসেন সহযোগিদের মাধ্যমে আত্মসাত করে। এবিষয়ে মামুন কোতোয়ালি থানায় একটি মামলা করে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। মামলার জের ধরে এস আই মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরতলীর মুড়লি মোড় এলাকায় ১০ মার্চ রাতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামি মনির হোসেন ও তদন্তে প্রাপ্ত শাহ পরান পাখিকে মুড়লি খাঁ পাড়ার জনৈক ইমরানের ওয়ার্কসপের পিছনে শাহ পরানের দোচালা টিনের ঘরের ভিতর থেকে ইজিবাইক খোলার সময় গ্রেফতার করা হয়। এরপর তাদের তথ্য অনুযায়ি রাজারহাটে অভিযান পরিচালনা করে জনি হোসেন ও রিজাউল গাজিকে একটি চোরাই ইজিবাইক, আসামিদের ব্যবহৃত একটি চোরাই প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে সোপর্দ করা হলে তারা ইজিবাইক চুরির কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
