নিজস্ব প্রতিবেদক :
বিশ্বকাপজুড়ে দৈনিক কল্যাণ কুইজের আয়োজন করেছে। তৃতীয় পর্বের কুইজের ড্র রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কল্যাণ কার্যালয়ে আয়োজিত ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী। এই সময় উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, উপদেষ্টা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বার্তা সম্পাদক এইচআর তুহিন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিমুল প্রমুখ।
এই কুইজের তৃতীয় পর্বে ৫ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট চার পর্বের এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে চার পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। ড্র শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
তৃতীয় পর্বের প্রথম পুরস্কার মোবাইল জিতেছেন শহরের লোন অফিস পাড়ার নাসির উদ্দিন। একই ব্যক্তি পেয়েছেন চতুর্থ পুরস্কার। দ্বিতীয় পুরস্কার জিতেছেন খুলনার স্যার ইকবাল রোডের শেখ মোস্তফা আলী। যশোর শহরের পাড়বাড়ি এলাকার আশিকুর রহমান আশিক পেয়েছেন তৃতীয় ও পঞ্চম পুরস্কার। ড্র শেষে অতিথিরা উপস্থিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।