নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ৫৭ বছরের এক মহিলাকে হত্যা করেছে এক যুবক। নিহত উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত হবিবর মোল্লার মেয়ে আমবিয়া খাতুন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের মৃত হাবিবর মোল্লার ছেলে সাব্বির মোল্লা (৩১)। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় হত্যাকারী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে গ্রামের রাজ্জাক মোল্লার ঘরের পিছনের টয়লেটের হাউজের ভিতর থেকে আম্বিয়ার মরাদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির লোকজন টয়লেটের হাউজ ঢেকে রাখা দেখে সন্দেহ হয় এবং ভিতরে আম্বিয়ার মরাদেহ দেখে লোহাগড়া থানা পুলিশ কে খবর দেয়, পুলিশ ঘটনাস্থানে এসে আম্বিয়ার মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে হত্যাকারি সাব্বির পুলিশের হাতে গ্রেফতার হন। এবং প্রাথমিক পর্যায়ে আম্বিয়া খাতুনকে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
এরআগে আটক সাব্বির তার নিজের মাকে হত্যা করার অপরাধে ২ বছর জেল খেটেছেন। স্থানীয় এলাকাবাসীরা জানান, সাব্বির মোল্লা আগে থেকেই (পাগল) নিহত আম্বিয়া খাতুন তার নিজ বাড়িতে না থেকে পার্শ্ববর্তী প্রতিবেশী গোলাম হোসেনের একটি পরিত্যক্ত বাড়িতে বসবাস করতেন।
আম্বিয়ার খুনের ঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় জানান, আম্বিয়ার খুনের ঘটনা আমরা শোনার পরপরই তার মরাদেহ উদ্ধার করেছি। এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত করে সাব্বিরকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটাও তদন্ত চলছে।
