নিজস্ব প্রতিবেদক
নবীন ভোটারের ভোট নৌকায় হোক- এই স্লোগানে যশোরের চৌগাছা উপজেলায় নতুন ভোটারকে শুভেচ্ছাপত্র বিতরণ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম। চলতি মাস থেকে সোমবার পর্যন্ত উপজেলার প্রায় ১২ হাজার নতুন ভোটাদের শুভেচ্ছাপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, টি-শার্ট ও ক্যাপ পরিয়ে দেন।
সোমবার তিনি চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগনেতা শামীম রহমান, জাহিদ হাসান, অমিত হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নতুন ভোটার নাঈম ফেরদৌস অনুভুতি করে বলেন, আমি স্বপ্নেও কল্পনা করিনি নতুন ভোটার হিসেবে এভাবে বরণ হয়। সাত সকালে শুভেচ্ছা পত্র, টি-শার্ট ও ক্যাপ পেয়ে সত্যিই অন্যরকম মনে হচ্ছে।
জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম বলেন, ‘আগামী এক মাস চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা নতুন ভোটারদের হাতে হাতে শুভেচ্ছাপত্র পৌঁছে দেবেন। একইসঙ্গে তাদের মোবাইল ফোন নম্বরও সংগ্রহ করবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র’ বিতরণে বিশেষ অবদান রাখায় নির্বাচন কমিশনের সম্মাননা পান মোস্তফা আশীষ ইসলাম। তিনি চৌগাছা উপজেলায় ইসির স্মার্টকার্ড বিতরণের বিষয়টি তিনি ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে প্রচারণা চালান। এতে করে এ উপজেলায় ৭৫ থেকে ৮০ শতাংশ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা সম্ভব হয়। তিনি উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম সফল করতে ২৫ হাজার লিফলেট, ৫১টি ব্যানার, হোয়াটসঅ্যাপে ১৮ হাজার এসএমএস এবং ৪৮টি মসজিদে প্রচারণা চালান।