আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের বাকটুই গ্রামের সহিংসতার ঘটনায় নিজের দলের নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার প্রথমে রামপুরহাটে নেমে সার্কিট হাউসে যাওয়ার কথা থাকলেও তিনি সরাসরি বাগটুই গ্রামে যান।
সেখানে পৌঁছেই স্বজন হারানো ব্যক্তিদের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি। এরপর তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
মমতা ব্যানার্জি বলেন, হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যেখান থেকে হোক তাকে গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতেও পারিনি কখনো এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে । শুধু কয়েকজন লোকের কারণে অশান্তির আগুন। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেপ্তার করা হবে।
মমতা আরো বলেন, সব দিক খতিয়ে দেখা হবে। কেউ ছাড় পাবে না। এমন শাস্তি দিতে হবে, যাতে অন্য কেউ কখনো এরকম কাজ না করে। আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, তাকে পেলাম না, এসব আমি শুনবো না। সবাইকে খুঁজে বের করতে হবে। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত।
মমতা বলেছেন, যারা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সূত্র : দ্য হিন্দু।