রাজগঞ্জ প্রতিনিধি
সবার অজান্তে অতি গোপনে বেআইনিভাবে যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি অতি গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক সদস্য আদালতে মামলা করেছেন।
কমিটি বাতিলের জন্য রতনদিয়া গ্রামের আবুল খায়ের কমিটির সকল সদস্যকে বিবাদী করে যশোর সহকারী জজ আদালতে গত ১০ জানুয়ারি দেওয়ানি মামলা করেন। যার নম্বর ৯/২৩। মামলার বিবাদীরা হলেন সভাপতি রামনাথপুর গ্রামের রেজাউল করিম, সদস্য সচিব প্রধান শিক্ষক, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ, অভিভাবক সদস্য শামসুল আলম, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, অমল মল্লিক, মহিলা সদস্য খাদিজা খাতুন,দাতা সদস্য বিমল বাবু, শিক্ষক প্রতিনিধি জাকাতুজামান, গৌর চন্দ্র সরকার, নুরুন্নাহার খাতুন, শিক্ষানুরাগী সদস্য নিতাই রায়, প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার সহ ১৬ জনকে মামলার বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আবুল খায়ের বলেন বেআইনি কমিটি গঠন হওয়ার ফলে প্রতিষ্ঠানের চরম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ভেবে ওই কমিটির বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেছি।
আরও পড়ুন: নওয়াপাড়া কয়লার মোকামে প্রতারকের দৌরাত্ম্য : হাতিয়ে নিচ্ছে কোটি টাকা