নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রাচীন দৈনিক ও নিবন্ধিত অনলাইন পোর্টাল দৈনিক কল্যাণের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পত্রিকা কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মঙ্গলবার সকালে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আর তারপর ছিলো মিষ্টিমুখের আয়োজন ও শুভেচ্ছা বিনিময়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী হিসেবে অদম্য মেধাবী তামান্না আক্তার নূরাকে সন্মাননা জানানো হয়। এ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহমেদ টিপু নূরার লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৈনিক কল্যাণের বার্তা ও অনলাইন বিভাগের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্যে দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা বলেন, বস্তুনিষ্ঠতাই আমাদের অহংকার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এমন এক মূলমন্ত্র ধারণ করে এগিয়ে চলেছি। পাঠকের প্রত্যাশাকে শ্রদ্ধার সাথে দেখি। তাদের প্রত্যাশার পূরণ করতে ধাপে ধাপে পত্রিকার মানোন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই লেটার প্রেস থেকে অপসেট, সেখান থেকে রঙিন হয়ে আজ দৈনিক কল্যাণ পাঠকের হাতে পৌছাচ্ছে। ইতোমধ্যে পত্রিকাটির অনলাইন সংস্করণ খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম নিবন্ধন পেয়েছে। শিগগিরই দৈনিক কল্যাণ তার নিজস্ব সেরা ছাপাখানা থেকে মুদ্রিত হবে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সাস্প্রতিক সময়ে দৈনিক কল্যাণের অনেক অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক সময়ের পত্রিকার সংস্করণগুলো বেশ ভালো হচ্ছে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার ভূয়সী প্রশংসা করে বলেন, সংখ্যাটি বলে দিচ্ছে দৈনিক কল্যাণ এগিয়ে যাচ্ছে। একটি জেলা শহর থেকে এত দীর্ঘ সময় ধরে পত্রিকা বের করা ও চালানো দুরুহ একটি কাজ। পত্রিকা সংশ্লিষ্টরা তার জন্য প্রশসংসার দাবিদার।
জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট রবিউল আলম বলেন, দৈনিক কল্যাণ-এই পত্রিকারটির একটি কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কমিটমেন্ট। জনগণের প্রতিও যে তাদের কমিটমেন্ট আছে পত্রিকাটি পড়লে বোঝা যায়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, যশোরের ছোটবড় সব পত্রিকায় কর্মরতরা মিলমিশে সম্প্রীতির সাথে একযোগে কাজ করেন। এটাই যশোরের সংবাদপত্রের অন্যরকম এক ঐতিহ্য।
লোকসমাজের সম্পাদক অধ্যাপিকা নার্গিস ইসলাম বলেন, সৎ সাংবাদিকতা পথ কুসুমাস্তীর্ণ নয়; অনেক কন্টকময় পথে হাঁটতে হয়। পত্রিকাটিতে লেখনির মধ্য দিয়ে যশোরবাসীর সুখ-দুঃখ, বঞ্চনা কথা উঠে আসবে।
প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, বর্তমানে খারাপ একটি সময় যাচ্ছে প্রিন্ট মিডিয়ার। অনেক মিডিয়ায় টিমটিম করে জ¦লছে। তাই এমন দুর্দিনে দৈনকি কল্যাণের অগ্রযাত্রা সত্যিই প্রশংসনীয় ও সাহসী উদ্যোগ।
অনভূতি প্রকাশকালে অদ্যম মেধাবী তামান্না আক্তার নূরা বলেন, দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক ও রিপন অটোর ব্যবস্থাপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু আমার পড়াশোনার যাবতীয় ব্যয় নিজের কাঁধে তুলে নেয়া আমার আত্মবিশ^াস আরো অনেক বেড়ে গেল। সবার ভেতরইে সুপ্ত প্রতিভা আছে। সেটি বিকশিক করতে এভাবে সবার এগিয়ে আসা দরকর। তাহলে যাদের জীবনে নানান প্রতিবন্ধকতা আছে তারা অভিশাপ নয়; আশির্বাদ হয়ে উঠবে। কষ্টের পর আসে স্বস্তি। কথা একদম সত্যি। সবার সহযোগিতা উচ্চতায় উঠতে সহয়তা করবে।
দৈনিক কল্যাণের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা।
কল্যাণের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকা প্রকাশক সম্পাদক ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা জাসদের পক্ষে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিনন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের পক্ষে সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদের জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, যশোর চেম্বার অব কমার্স’র সাবেক সভাপতি মিজানুর রহমান খান, যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ও যুগ্ম সম্পাদক তবিবর রহমান, লোকসমাজের পক্ষে সম্পাদক নার্গিস ইসলাম, দৈনিক স্পন্দনের পক্ষে নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, দৈনিক সমাজের কথার পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার বাবু ও বার্তা সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষে সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সিপিবিরি সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক দীনু আহমেদ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর উদীচীর পক্ষে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জনউদ্যোগ যশোরের আহবায়ক প্রকৌশলী নাজির আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহবায়ক যোসেফ সুধীন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, আইইডি যশোর অফিসের ব্যবস্থাপক বিথীকা সরকার, বরীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রণব দাস, যশোর জেলা লাইট মালিক সমিতির পক্ষে গোলক চন্দ্র প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, কিংশুক সংগীত একাডেমি, মুন্শি রইস উদ্দীন সংগীত আকাদেমি, শাহ্জালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্লাড কালেকশন যশোর, কালের কন্ঠ যশোর অফিস, যশোর লাইট মাইক সমিতি, সাউন্ড সিস্টেম লাইটিং টেকনিশিয়ান ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কল্যাণের ক্রিয়েটিভ হেড খায়রুজ্জামান সুজন ও স্টাফ রিপোর্টার রায়হান সিদ্দিক।