নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরবাসী সমন্বয় কমিটি। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পানির উৎস খুঁজে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা বাদ দেন। বরং এই ক্রান্তিকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তাতে দেশের মানুষ উপকৃত হবে। বন্যার পানির উৎস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে বানভাসিদের রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ভারত আমাদের বন্ধু নয়, তারা সব সময় আমাদের সম্পদ লুণ্ঠনে এদেশে তাদের তাঁবেদার সরকার চায়।’
তারা বলেন, ‘আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে বিভিন্ন কায়দায় ৩০টির বেশিতে বাঁধ দিয়েছে। আগ্রাসী ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে, যার ফলে এদেশের নদীগুলো মৃতপ্রায়। আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে এদেশের মানুষের প্রাণহানি, সম্পদহানির মতো জঘন্য ঘটনা ঘটায়। ভারত এদেশকে পঙ্গু করে দিতে চায়, কিন্তু এদেশের মানুষ সারাজীবন লড়াই সংগ্রাম করে বেঁচে আছে। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।’
‘আমরা প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছি, আপনি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়ে আমাদের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা পালন করুন। বন্ধুত্ব হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়,’ যোগ করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বক্তাদের আহ্বান, ‘আপনারা গণমুখী একটি সংবিধান করে তারপর নির্বাচন দিন। এমন সংস্কার করুন, যাতে জনপ্রতিনিধিরা দেশকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান মনে না করেন। জনগণের সেবা করার মানসিকতা নিয়েই যেন রাজনীতি করতে পারে।’
যশোরবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সামাজিক সংগঠক সুমন সিফাত, সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।