চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় চার বছর বয়সী লামিম হোসেনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে ঘটে এ ঘটনা।
পোলিও টিকা খেয়ে বাড়ি ফেরার পথে বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত হয় লামিম হোসেন। সে উকতো গ্রামের গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
নিহত লামিমের পরিবার জানায়, আজ সকালে পরিবারের সদস্যদের সাথে বাড়ি অদূরে পোলিও টিকাকেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল লামিম। এ সময় দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বজ্রপাতে পুড়ল মোবাইল, প্রাণ গেল কৃষকেরও
