নিজস্ব প্রতিবেদক
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে নেই যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েলের প্রচারণা। সোমবার ঝড় বৃষ্টির মধ্যেই শহরের বড় বাজার, চৌরাস্তা, স্বর্ণপট্টি, এম এম আলী রোড, সিটিপ্লাজা ও দড়াটানায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে শফিকুল ইসলাম জুয়েল বলেন, নির্বাচন আসলেই রাজনৈতিক নেতাদের কাছে সাধারণ মানুষের কদর বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষ হলে আর কোন নেতার খবর থাকে না। আমি মানুষের মন থেকে এই ধারণার পরিবর্তন আনতে চাই। সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে স্মার্ট ও আধুনিক সদর উপজেলা গড়তে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত যশোর সদর উপজেলা গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, অতিথি পাখির মত শটটার্ম রাজনীতিতে আমি বিশ্বাসী না। রাজনীতি আমার রক্তে, আমি রাজনীতি ভালবাসি, তবে সুস্থ ধারার রাজনীতি। তাই নিজের-নীতির সাথে কখনো আপোষ করিনি, কারো সাথে বেঈমানি করিনি। রাজনীতি মানে আমার কাছে জীবন দিয়ে আদর্শকে লালন করা। তাইতো এত দীর্ঘ পথ চলার পরেও মানুষের ভালোবাসা ছাড়া আমার অর্জন বলতে আর কিছু নেই। আমার পরে রাজনীতিতে এসে অনেকেই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কিন্তু আমার অর্জন শুধুমাত্র সাধারণ মানুষের ভালবাসা। আর মানুষের সেই ভালোবাসা ও সততাকে পুঁজি করে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। কাড়ি কাড়ি অর্থ ঢেলে মানুষকে হাত করে নেওয়ার, পেশি শক্তির ভয় দেখিয়ে মানুষকে জড়ো করার ও জাদুকরি মিথ্যে প্রলোভনে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলার শক্তি, ইচ্ছে ও সামর্থ কোনটাই আমার নেই।
তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়েই আমি সদর উপজেলার উন্নয়ন করবো। প্রতিমাসে অন্তত একবার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবো। এই যশোরে যাতে একজনও শিক্ষিত যুবক বেকার না থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর এই স্বপ্ন বাস্তবায়নে আমি দিনরাত কাজ করবো। আপনার এবং আপনার সন্তানের জন্য আগামীর স্মার্ট যশোর সদর উপজেলা গড়তে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চান তিনি।