নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে বিএনপি-জামাত দেশের মানুষকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছে। তাদের সেই আশা কখনো পূরণ হবে না। যশোরে মুক্তিযুদ্ধ বিরোধী কোন অপশক্তিকে মাথা উঁচু করতে দেবে না স্বেচ্ছাসেবক লীগ। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে গণমিছিলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা যশোরের প্রতিটি পাড়া মহল্লায় পাহারা দেবে। আগুন সন্ত্রাসীরা অপ্রীতিকর কোন কিছু করার চেষ্টা করলে রাজপথেই তাদের মোকাবিলা করবে স্বেচ্ছাসেবক লীগ।
শহরের টাউনহল ময়দান থেকে গণমিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটনা ট্রাফিক চত্বরে যেয়ে শেষ হয়। এর আগে খণ্ডখণ্ড মিছিল নিয়ে টাউনহল ময়দানে জড়ো হয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।
গণমিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম আহ্বায়ক শেখ ইমামুল কবির, মিকাঈল হোসেন, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, নজরুল ইসলাম সোহাগ, শেখ মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, চৌগাছা উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, বেনাপোল পৌর শাখার সভাপতি জুলফিকার আলী মন্টু, আব্দুল গফফার গফুর, আসলাম বিশ্বাস, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, অরবিন্দু হাজরা, শফি কামাল, শেখ পলাশ, ইদ্রিস আলী প্রমুখ।