মহেশপুর প্রতিনিধি: আগামী ২৪ নভেম্বর যশোর জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে মহেশপুর উপজেল আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখছেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুল, সেনাবাহিনীর মেজর জেনালে (অব.) সালাউদ্দিন মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনাসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।