নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, প্রত্যেকটি সন্তান মায়ের ঘ্রাণ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। এজন্য তার প্রথম বুলি ফোটে ‘মা’। তাই, প্রত্যেক মা পারে তার নাড়িকাটা সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে।
রোববার বেলা ১১টায় ধান্যখোলা ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দুইটি ৪তলা ভবনের উদ্বোধন শেষে মা সমাবেশে এসব কথা বলেন তিনি। ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সুভাস চন্দ্রের সঞ্চালনায় মা
সমাবেশে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ১ জানুয়ারি আপনার আমার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে সকলের হাতে একযোগে পাঠ্যপুস্তক পৌঁছে দিচ্ছেন। একসময়ের ভূতুড়ে পল্লী ধান্যখোলা গ্রামে ধান্যখোলা ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বহুকক্ষ বিশিষ্ট দুইটি ৪ তলা গড়ে দিয়েছেন। এছাড়া একই ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আরেকটি ৪ তলা ভবন উপহার দিয়েছেন।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের মেম্বরগণ, সুধীবৃন্দ, উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহস্রাধিক মায়েরা।