নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিল্পী এস এম সুলতান প্রতিকৃতির ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ও চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের উপশহর এলাকায় এস এম সুলতান ফাইন আর্ট কলেজে ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় তিনি বলেন, ‘শিল্প হচ্ছে প্রচলিতকে ভেঙ্গে দেওয়া। শিল্পের কাজই হলো ধ্যান ধারণাকে ভেঙ্গে দেওয়া। নতুন কিছু সৃষ্টি করা। চিন্তার স্বাধীনতা না দিলে শিল্পের সৃষ্টি হয় না। এস এম সুলতান চিন্তা চেতনাকে প্রচলিত রীতিকে ভেঙ্গে নিয়ে শিল্পের স্বাধীনতা দিতেন। তার তুলির আঁচড়ে ফুটে উঠত আবহমান বাংলার প্রতিচ্ছবি। যার ছিল নিজস্ব ধরন, গড়ন এবং দর্শন।
এস এম সুলতান বৃহত্তর যশোরের গৌরব। বাংলাদেশের গৌরব। তিনি বলেন, যশোরের যে সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাসগত ভিত্তি তার সঙ্গে এস এম সুলতান ফাইন আর্ট কলেজ দূরে থাকা যায় না। ফাইন আর্ট কলেজ হবে শহরের প্রাণকেন্দ্রে। সেখানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তাদের নিজস্ব ধরন, গড়ন এবং দর্শনে চিত্রকর্ম করবে। এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কলেজের দাতা সদস্য ডা. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, কলেজ পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী লুৎফুন নেছা। অনুষ্ঠান শেষে কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী হয়। প্রদর্শনী ঘুরে দেখা গেছে, নানা সাইজের ক্যানভাসে ফুটে উঠেছে নিসর্গ, দুঃখ, আনন্দ ও বেদনার নানা প্রতিচ্ছবি। তেল রং, জল রং ও মিশ্র মাধ্যমে আঁকা ছবিতে সময়ের আবর্ত ধরে রাখতে চেয়েছেন শিল্পীরা। দর্শণার্থী হিসেবে এসেছেন সব বয়সী শ্রেণি পেশার মানুষ। সকলের চোখেমুখে অভিব্যক্তি ছিল চোখে পড়ার মত। কেউ ঘুরে দেখছেন, কেউ ছবির বিষয়ে জানতে চাইছেন।
