নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচে ১২৬ রানের বড় জয় পেয়েছে যশোর। রোববার খুলনা জেলা স্টেডিয়ামে মাগুরাকে ৩৫ রানে গুটিয়ে দিয়ে ১৩৬ রানের জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
ঘনকুয়াশায় কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে টসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক সোহানুর রহমান। ব্যাট করতে নেমে দারুন শুরু করে যশোরের দুই ওপেনার তরফদার মুবাতসিম ও রাকিবুল হাসান। ১৫ ওভার ২ বল একসাথে ক্রিজে থেকে স্কোর বোর্ডে জমা করে ৯০ রান। তরফদার ৪১ বলে ৭চারে ৪১ রানে আউট হলে ভাঙ্গে উদ্বোধনী জুটি।
তবে রাকিবুল অর্ধশতক তুলে নেয়। ৬৮ বলে ৬টি চার ও ১টি ছয়ে ফিফটি করা রাকিবুল শেষ পর্যন্ত করে ৫৩ রান। এই দুজনের আউটের পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। তাতে ৩১ ওভার ৩ বলে অল আউট হওয়ার আগে ১৬১ রান করে। মিডল অর্ডারে রাহাত পারভেজ ১৮ রান করে। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
মাগুরার হাসান লিমন ২৫ রানে ৫টি, মুরসালিন ও রাতুল হাসান ২টি করে উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মাগুরা। ১৮ ওভার ১ বল খেললেও ৩৫ রানের বেশি জমা করতে পারেনি। আরমান হোসাইন সর্বোচ্চ ১০ রান করে। বাকিদের মধ্যে ছয়জন ফিরেছে শূন্য রানে।
বল হাতে যশোরের ডানহাতি পেসার সাদমান খান ছয় ওভার বল করে এক মেডেনসহ ৯ রানে ৩টি, সোহানুর রহমান তিন ওভারে কোন রান না দিয়ে ও আরিফুজ্জামান ১১ রানে ২টি করে উইকেট দখল করে। এছাড়া আবির হাসান ও আতিশ হাসান ১টি করে উইকেট দখল করে।
১৭ জানুয়ারি যশোর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গার মুখোমুখি হবে যশোর। ২০ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের প্রতিপক্ষ সাতক্ষীরা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশের মেয়েরা
২ Comments
Pingback: মাঠের জন্য বরাদ্দ মাত্র ১২ লাখ - দৈনিক কল্যাণ
Pingback: শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় - দৈনিক কল্যাণ