নিজস্ব প্রতিবেদক: যশোরে ভাঙাড়ি ব্যবসায়ীর টাকা, ভ্যান ও মাইকসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে নিলু সরদার নামে এক ফেরিওয়ালা। গত ৭ এপ্রিল সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারের মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরি করে মালামাল কেনার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার কোন সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত ফেরিওয়ালা নিলু সরদার নড়াইল সদর উপজেলার কামাল প্রতাপ গ্রামের ইউনুছ আলী সরদারের ছেলে। বর্তমানে নিলু সরদার যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলায় রফিক পুলিশের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
বসুন্দিয়া মোড় বাজারের ব্যবসায়ী ফরিদ মোল্যা জিডিতে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ভাঙাড়ি মালামালের ব্যবসা করে আসছেন। আর নিলু সরদার তার প্রতিষ্ঠান থেকে দাদনের মাধ্যমে টাকা নিয়ে বিভিন্ন গ্রাম থেকে ফেরি করে ভাঙাড়ি মালামাল ক্রয় করেন। এরপরে ওই মালামাল ফরিদ মোল্যার দোকানে বিক্রি করেন নিলু সরদার। গত ৭ এপ্রিল সকাল ১০টার দিকে ফরিদ মোল্যার কাছ থেকে ৮০ হাজার টাকা, একটি অটো ভ্যান গাড়ি, একটি হ্যান্ড মাইকসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে ফেরি করার উদ্দেশ্যে বের হন। কিন্তু গত চারদিনেও নিলু সরদার ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজখবর নেন ফরিদ। তার কোন সন্ধান না পেয়ে গতকাল রোববার ফরিদ মোল্যা কোতোয়ালি থানায় জিডি করেছেন।