বাঘারপাড়া প্রতিনিধি
বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বাঘারপাড়া উপজেলা প্রকৌশল জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অন্তরা সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, খাদ্য কর্মকর্তা মিনা খানম, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
