নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় একটি দাখিল মাদরাসায় বাল্যবিয়ে রোধ অনুষ্ঠানের পরের দিন দুই শিক্ষার্থী অজানাই পাড়ি দিয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়।
জানা গেছে, উপজেলার কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় নারীর ক্ষমতায়নে দাতা সংস্থার অর্থায়নে বুধবার উলাসী সৃজনী সংঘ আলোচনা সভা করে। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময়ে নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ে অন্তরায় দাবি করে বক্তব্য দেন অতিথিরা। তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞাত করেন এবং বাল্যবিয়ের বিষয়ে নিরুৎসাহিত করেন। কিন্তু পরের দিনই মাদরাসার ৮ম শ্রেণির এক ছাত্রী নবম শ্রেণির ছাত্রের হাতধরে অজানাই পাড়ি দেওয়ায় এলাকাতে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
মাদরাসা পরিচালনা পর্যদের শিক্ষানুরাগী সদস্য মো. সায়েদ আলী বলেন, অনুষ্ঠান করা হল যাতে ছাত্রছাত্রীর বাল্যবিয়েকে না বলে, অথচ পরের দিনই দুই ছাত্রছাত্রীর এ বাল্যবিয়ের ঘটনা দুঃখজনক। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বলেন, মাদরাসার ছাত্রছাত্রীদের বাল্যবিয়ের অপকারিতা নিয়ে এত বলার পরও তাদের এ কর্মকাণ্ডে হতবাক হয়েছি।
মাদরাসার সুপার আব্দুল জব্বার আজাদী বলেন, মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী নবম শ্রেণির ছাত্রের হাতধরে নিরুদ্দেশ হয়েছে। পরিতাপের বিষয় হল তার আগের দিন মাদরাসায় নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে জানানো হয়। বিষয়টি কষ্টদায়ক।