কল্যাণ রিপোর্ট: ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী এ কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গনে প্রাণিসম্পদ ও ডেইলী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
তিনি বলেন, দেশের মানুষ এখন যেমন বিদেশে যায় কাজ করতে। তেমনি অতিদ্রুত বিদেশে থেকে মানুষ আমাদের দেশে আসবে কাজ করতে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিএম আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা সমবায় অফিসার ছালাউদ্দিন, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী এস পিযুষ চক্রবর্তী, এসএএলও আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুর রহমান শেখ।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, বুধবার সকালে মহেশপুর প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, প্রাণিসম্পদ দপ্তরের উপ সহকারী রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু, পশু ফার্মের মালিক পান্নু মিয়া, শেখ হোসেন আলীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এর আগে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি ডাক্তার ফজলুল করিম।
এস এম মিজানুর রহমান শ্যামনগর (সাতক্ষীরা) থেকে জানান, সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আধুনিক মানের প্রাণিসম্পদের বিভিন্ন কর্মকান্ড সাধারণ মানুষদের মাঝে ছড়িয়ে দিতে ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার ।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ- জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ ।
দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা গবাদি পশুর খামারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩২টি স্টল স্থাপন করা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গবাদিপশু, হাঁসমুরগী পালনে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে প্রাণী সম্পদের উন্নয়নে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা প্রাণীসম্পদ নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রানিসম্পাদ প্রশিক্ষণ কর্মকর্তা এ এস এম আতিকুজ্জমানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, পৌরমেয়র আজ্ঞুমান আরা, সদর উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে মোট ৩৫টি স্টল অংশগ্রহণ করেন।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি জানান, ‘পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ শ্লোগান নিয়ে গতকাল বাঘারপাড়ায় দিনব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গবাদি পশু ও পাখির সমারোহ ঘটে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উক্ত প্রদর্শনী প্রাণীসম্পদ দপ্তরের নিজ চত্বরেই অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত চলে এ প্রদর্শনী। মোট ২৩টি স্টলে উন্নত জাতের গাভী, ষাড়, ভেড়া, গাড়ল, ও বিভিন্ন প্রজাতির ছাগলের প্রদর্শনী হয়। কয়েকটি স্টলে বিভিন্ন প্রজাতির হাস-মুরগি, কবুতর ও সৌখিন পাখিও প্রদর্শনীতে স্থান পায়। এ অঞ্চলের বিলুপ্তপ্রায় কচ্ছপ নিয়েও হাজির হয় সুমা মন্ডল নামের এক সৌখিন খামারি। প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইভা রাণী মল্লিক, ভেটেরিনারি ডা. শিমুল, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল প্রমুখ।