৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে। আর্জেন্টিনার মতো ফুটবল পাগল জাতির জন্য যা দীর্ঘ অপেক্ষা। তাই সেটি জয়ের স্মারক একটু বেশিই বিশেষ হবে এমিলিয়ানো মার্তিনেসের কাছে। আর এজন্যই ফাইনাল জেতার পদক পাহারা দিতে কুকুর এনেছেন তিনি, যার জন্য মার্তিনেসকে গুণতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা।
ক্রীড়া ডেস্ক
একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেস। কখনো মাঠের দুর্দান্ত পারফরম্যান দিয়ে, আবার কখনো মাঠের বাইরে বিতর্কিত কাজ করে আলোচনায় আসছেন তিনি। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনের অন্যতম কান্ডারি মার্তিনেস। নিজের ক্যারিয়ারের সেরা অর্জনের স্মারক, বিশ্বকাপ জয়ের পদক পাহারা দিতে কুকুর নিয়োগ দিয়েছেন তিনি।
৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে। আর্জেন্টিনার মতো ফুটবল পাগল জাতির জন্য যা দীর্ঘ অপেক্ষা। তাই সেটি জয়ের স্মারক একটু বেশিই বিশেষ হবে এমিলিয়ানো মার্তিনেসের কাছে। আর এজন্যই ফাইনাল জেতার পদক পাহারা দিতে কুকুর এনেছেন তিনি, যার জন্য মার্তিনেসকে গুণতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা।
জয়ের স্মারক চুরি হওয়ার ঘটনা ঘটে অহরহই। ব্রাজিলের জেতা জুলেরিমে ট্রফিই তো চুরি হয়ে গিয়েছিল। তাই মার্তিনেসও কোনো ঝুঁকি নিতে চাননি। তাইতো ক্লাবের হয়ে খেলতে ইংল্যান্ডে আসার আগে একটি প্রশিক্ষিত কুকুর নিজের আর্জেন্টিনার বাড়ি পাহারার জন্য রেখে এসেছেন তিনি।
বেলজিয়ান মালিনোইস জাতের এই কুকুরটি এর আগে আমেরিকান নৌ-বাহিনী ব্যবহার করতো বলে জানা গিয়েছে। এই কুকুরটিকে বিশেষভাবে মার্তিনেসের বাড়ি পাহারা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে একের পর এক খবর বানানো মার্তিনেস যে নিজের বিশ্বকাপ পদকের ব্যাপারে কতোটা চিন্তিত, তা যেন তার এই কুকুর নিয়োগ দেওয়ার ব্যাপারেই স্পষ্ট।
১ Comment
Pingback: পেলের কফিনের সামনে ফিফা সভাপতি সেলফি তুলে সমালোচনার শিকার - Dainikkalyan