বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর বেনাপোলের সফল নারী উদ্যোক্তা সাহিদা রহমান সেতু কলকাতায় গ্লোবাল ফেইম অ্যাওয়ার্ড মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২ এ ভূষিত হওয়ায় শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব বেনাপোলের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে ও সহ-সভাপতি বকুল মাহবুবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুর রহমান ও সিএন্ডএফ ব্যবসায়ী সাইদুর রহমান বকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, দৈনিক ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, বেনাপোল টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ রহিম, বেনাপোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হাসান, মশিয়ার রহমান, দেবুল কুমার, সেলিম রেজা, মিলন হোসেন, জিএম আশরাফ, শিশির কুমার, নাসির উদ্দিন প্রমুখ।