ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও প্রথম দুটি টি–টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে ওয়ানডেতে মিচেল স্টার্ক এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে ফিরছেন। আর ম্যাথু রেনশ পুনরায় ডাক পেয়েছেন ওয়ানডে দলে।
১৫ সদস্যের ওয়ানডে ও ১৪ সদস্যের টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে নির্বাচকরা। স্টার্ক, রেনশ, ম্যাট শর্ট ও মিচ ওয়েনকে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজের দল থেকে। রেনশ ও ওয়েন প্রথমবারের মতো ওয়ানডে অভিষেকের সুযোগ পেতে পারেন। রেনশ গত মৌসুমে কুইন্সল্যান্ডের হয়ে ৫০ গড়ে ৩০৫ রান করেছিলেন, আর ওয়েন বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে নজর কাড়েন।
স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিসের অবসরের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে পুনর্গঠন শুরু হয়েছে। রেনশ হবেন মিডলঅর্ডার ব্যাটার, আর ওয়েন হতে পারেন পাওয়ার হিটার ফিনিশার।
প্যাট কামিন্স ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকায় মিচেল মার্শ অধিনায়ক হিসেবে থাকছেন। উইকেটরক্ষক অ্যালেক্স কেরি প্রথম ওয়ানডে মিস করবেন, তার জায়গায় থাকবেন জশ ইংলিস। নাথান এলিসও ফিরেছেন দলে।
ম্যাক্সওয়েল কব্জির চোটের কারণে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না। অন্যদিকে ক্যামেরন গ্রিন টেস্ট প্রস্তুতির জন্য টি–টোয়েন্টি দলে নেই।
ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে দিয়ে। পরের দুটি ম্যাচ হবে অ্যাডিলেড ও সিডনিতে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়।
ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডোয়ারভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
অন্তর্ভুক্ত: মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক।
বাহির: অ্যারন হার্ডি, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন।
টি–টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারভিস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।
অন্তর্ভুক্ত: নাথান এলিস, জশ ইংলিস।
বাহির: অ্যালেক্স কেরি, জশ ফিলিপ।

 
									 
					