অভয়নগর প্রতিনিধি: সরকারি জমিতে নির্মিত বসতি উচ্ছেদের প্রতিবাদে যশোর-খুলনা মহসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শতশত এলাকাবাসী ভূমিহীনদের পক্ষ নিয়ে মানববন্ধনে যোগ দেয়।
রেলওয়ে স্টেশনের সরকারি পরিত্যক্ত কোয়ার্টারসহ ডককে পতিত জমি দেখিয়ে এক রেল কর্মচারীর ছেলেকে লিজ দেয়া এবং উক্ত ডকে বসবাসরত (রেলওয়ের মৃত ভূমিহীন কর্মচারীর পরিবারসহ) ৭টি ভূমিহীন পরিবারকে লিজ উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন মন্টু ঘোষ, আলী হোসেন, মহসিন শেখ, মিনা, আকলিমা। বক্তারা আরো বলেন, গণকবর ও বস্তি লিজ বাতিল করতে হবে।
অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। ইতিপূর্বে বস্তিবাসীরা অনেকবার লিজ নেয়ার চেষ্টা করলেও তাদেরকে লিজ না দিয়ে গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে আমাদের বসবাসরত জায়গাকে পতিত জমি দেখিয়ে লিজ দেয়া হয়েছে। আমরা প্রয়োজনে জীবন দেবো তবুও জায়গা ছেড়ে দেবোনা।