কল্যাণ ডেস্ক
ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৩৮ মণ মাছসহ দুই ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা মাছের মধ্যে ১০৩ মণ ছিল ইলিশ। জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রাজাপুর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া আইনগত ব্যবস্থা নিয়ে ট্রলারগুলো মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আরও পড়ুন: মা-বাবার কোলে ফিরল সেই শিশুটি
