আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর মুক্তি পাগল বাঙ্গালি জাতি জেগে ওঠে। পাকিস্তানি শোষক গোষ্ঠীর বিরুদ্ধে দেশ স্বাধীনের জন্য সোচ্চার হয়ে উঠে। আজ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তার্জাতিক পর্যায় গুরুত্ব বহন করেছে। এ ভাষণ ছিল বিশ্বের নিপীড়ি-বঞ্চিত মানুষের জেগে উঠার মন্ত্র। এ কারণে বিশ্বের কয়েকটি ভাষণের মধ্যে অন্যতম ভাষণ হিসেবে মর্যাদা লাভ করেছে।
রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৭ মার্চ উদযাপন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, আওয়ামী লীগ নেতা অজিত কুমার ঘোষ, কৃষকলীগ নেতা আবুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মঞ্জুর হোসেন, গাজী আসাদ ও ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।