মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার ভাসমান ও শতভাগ গ্রামীণ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে স্থানীয় প্রশাসন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উপজেলার ১টি পৌরসভা ও ১৭ ইউনিয়নের মানুষকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তালিকা মোতাবেক ৩৭ হাজার ৬৬৪ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। উপজেলায় সর্বমোট ২ লাখ ৮৯ হাজার ২৭১ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। ১ লাখ ৬৭ হাজার ৪২০ জন টিকার ২য় ডোজ এবং ৪ হাজার ১৪৩ জন বুস্টার ডোজ গ্রহন করেছে।
এদিকে সোমবার মণিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মিলনায়তনে করোনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার ওসি নূর ই আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দীন, আব্দুল আলীম জিন্নাহ, এমএম ফারুক হুসাইন প্রমুখ।