মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ওলিয়ার রহমান (৪৫) নামের এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ ঘরে ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ওলিয়ার রহমান উপজেলার নেপা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, আত্মহত্যার সঠিক কারণ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ঋণের চাপে ইউপি সদস্য ওলিয়ার রহমান মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।