মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: সোমবার দিবাগত রাতে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৮জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, মাটিলা বিওপি’র টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার বেলেঘাট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, নরসিংদীর খাশাউল্লাহ গ্রামের সাইফুল মন্ডল(২৮),সাইফুলের স্ত্রী মাসুদা মন্ডল(২৬) এবং তাদের শিশু সাকিবুল(০৪) ও সুরাইয়া(০২), সঙ্গীতা গ্রামের আলামিন (৩১),আলামিনের স্ত্রী কারিমা বেগম(২২) ও শিশু কন্যা আলেয়া(০২) এবং রিনা বেগম(৪০)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।