নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আদালতে চলমান মামলা আজও সমাধান হয়নি। এরই মধ্যেই কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে বুধবার। এ নিয়ে অস্বস্তিতে পড়েছেন ক্রীড়া সংগঠকরা।
নির্বাচন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ড, বিভিন্ন মিডিয়ায় তফশিল প্রদান করা হয়। এছাড়া তফশিলের বাইরে আলাদা একটি পরিপত্রে খসড়া প্রতিনিধি তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রতিনিধি তালিকায় কোনরূপ আপত্তি থাকলে তিন কার্যদিবসের মধ্যে আপীল করার কথা বলা হয়েছে। কেউ আপীল না করলে খসড়া প্রতিনিধি তালিকা চূড়ান্ত তালিকা হিসেবে পরিগণিত হবে। এ পরিপত্রে নির্বাচন কমিশনার স্বাক্ষর করেছেন চলতি মাসের ১৩ তারিখ। এ তারিখ থেকে যদি তিন কার্যদিবস ধরা হয় তা হলে বৃহস্পতিবার আপীল করার শেষ দিন ছিল। কিন্তু ক্রীড়া সংগঠকরা এ সংক্রান্ত বিষয়টি অবহিত হয়েছেন বুধবার দুপুরের পর থেকে। সে হিসেবে তাদের হাতে পুরো একদিনও সময় ছিল না। এর ফলে ক্রীড়া সংগঠকদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
প্রকাশিত খসড়া প্রতিনিধি তালিকা পরিপূর্ণ নয়। তালিকায় দেখা গেছে ক্রমিক নম্বর রয়েছে, সংস্থার নামও রয়েছে। কিন্তু কারা প্রতিনিধি হয়েছেন তা উল্লেখ নেই। সাত নম্বর ক্রমিকে সংস্থার নাম রয়েছে চৌগাছা উপজেলা ক্রীড়া সংস্থা অথচ কে প্রতিনিধি হয়েছেন তা উল্লেখ নেই। ২২ নম্বর ক্রমিকেও একই অবস্থা।
২৫ থেকে ২৯ ক্রমিকে পাঁচজন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত হবেন। অথচ এই পাঁচ জনের নাম উল্লেখ নেই।
এছাড়া আদালতে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৬ এর নির্বাচন প্রক্রিয়া ২৬.২ লঙ্ঘন করায় আদালতে মামলা করে কয়েকটি ক্লাবের প্রতিনিধি। যার সমাধান আজও হয়নি। যার ফলে আদালতে যাওয়া ১৭টি ক্লাব যথাক্রমে ডলফিন সুইমিং ক্লাব, উত্তরণ, এম আর এস আর, নিউ স্টার ক্লাব, শামসুর রহমান খোকা মিয়া স্মৃতি সংসদ, ফাইভ স্টার, যশোর বয়েজ, প্রান্তিক ক্রীড়া চক্র, আব্দুস সাত্তার স্মৃতি সংসদ, সুপার সেভেন স্টার, আব্দুল হাই স্মৃতি সংসদ, পুলেরহাট যুব সংঘ, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, মুরাদ স্মৃতি সংসদ ও আব্দুল হক স্মৃতি সংসদ তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারেনি।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল জানান, শারিরীক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করে সবেমাত্র যশোরে ফিরেছি। এখন তো সব কিছুই এডহক কমিটির হাতেই। তারা বিষয়টি ভাল বলতে পারবেন।
ক্রীড়া সংগঠক আসাদুজামান মিঠু জানান, প্রত্যাশা করি নতুন কমিটি হাইকোর্টের নির্দেশনা পালনের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৬ ধারা অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন। লক্ষ্য করা গেছে, খসড়া প্রতিনিধি তালিকায় বির্তকিতরা অর্ন্তভূক্ত হয়েছেন। অন্যদিকে, প্রকৃত প্রতিনিধিরা অর্šÍভূক্ত হতে পারেনি। আমরা বিষয়টি সংস্থার সদস্য সচিব ও নির্বাচন কমিশনকে অবহিত করেছি। এখন সংস্থার সভাপতি মহোদয়কে বিষয়টি অবহিত করবো। নিয়মতান্ত্রিক ভাবেই আমরা সবাই একটি সুন্দর নির্বাচনের আশা করছি।
নির্বাচন কমিশনার কমলেশ মজুমদার সাংবাদিকদের জানান, খসড়া প্রতিনিধি তালিকা প্রকাশ করা হয়েছে সংশোধনের জন্য। প্রকাশিত খসড়া তালিকায় কোন ভুল থাকলে তা সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গঠনতন্ত্র মেনেই আমরা নিয়মতান্ত্রিক পথেই নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছি। উল্লেখ্য, ১২ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।
